পায়েলকে দেশ এবং দেশের বাইরের অনেক সংগীতজ্ঞ সুধীজন স্নেহাশীষ জানিয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহনকালীন সংগীত মহারথীরা গানরাজ পায়েল সম্পর্কে সুন্দর মন্তব্য করেছেন।
“এতো সুরে গাইলে এতো সুন্দর করে গাইলে।তোমার গলায় যে একটা পাওয়ার,সত্যি অতুলনীয়। খুবই সুন্দর একটা ভয়েস।”
“তোমার মাঝে যে ভাব,গায়কী,অনেক বড় বড় শিল্পী রা এটা মিস করে। আমিও কিছু সময় লালন গীতি গেয়েছি। কিন্তু পায়েলের মতো না।”
“গান দিয়ে যুদ্ধক্ষেত্র জয় করার একটা ইচ্ছা তোমার মধ্যে। খুব ভালো লাগলো।”
“অনেক ভালো লেগেছে।এতো ফ্রেশ ভয়েস,একদম flawless, innocent face, voice এর যে ফ্রেশনেস সবই মুগ্ধ করেছে।অনেক ভালো লেগেছে।“
“লালন সাঁইজির গান গাইতে যে ধরনের soul দরকার, যে ধরনের soulfull voice থাকতে হয় তা পায়েলের আছে।“
”অনেক ভালো গেয়েছো।এই বয়সে তোমার এই গায়কী,তোমার গানের মাঝে ডুবে যাওয়া… আমাকে বেশ স্পর্শ করেছে। তোমাকে নিয়ে আমি অনেক আশাবাদী।”
“পায়েলের একটা বিশেষত্ব আছে ওর God gifted voice. এই এই voice টাকে আমি বড় পছন্দ করি,ভীষণ।ওকে দেখলে মনে হয় জয় করতে এসেছে। তুমি folk এর জন্য Best.”
“পায়েল এতো সুন্দর করে গায়। Emotional গান গুলো ওর কন্ঠের জন্য এতো ভালো। Folk গান পায়েল ফাটাফাটি গায়। ও যেখানেই যাবে, এ ধরনের গান গাইলে নিশ্চয়ই সবার মন কেড়ে নিতে পারবে।”
”অনেক ভালো গেয়েছো। আমি একদমই speechless, out of voice. তোমার গান শুনে আমার audio বন্ধ হয়ে গিয়েছে। God bless you”
“যারা expert তারা সুর-তাল-লয় দিয়ে বিচার করবে, কিন্তু সাধারন শ্রোতা হিসেবে আমি বলব,পায়েলের গান আমার হৃদয় touch করেছে।”